বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

uksc beat sreebhumi

খেলা | কলকাতা ফুটবলের আকাশে নতুন নাম ইউকেএসসি

Rajat Bose | ২১ নভেম্বর ২০২৪ ২০ : ৫৮Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ ‘‌ইউকেএসসি ইউকেএসসি’‌। গ্যালারিতে তখন শব্দব্রক্ষ্ম। মাঠে দাপিয়ে বেড়াচ্ছে একদল দামাল ছেলে। জিততেই হবে। প্রতিজ্ঞা করে নেমেছিল দলটা। একচ্ছত্র আধিপত্য রেখে দল যখন ২–১ ব্যবধানে শ্রীভূমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মত্ত। তখন হয়ত মনে পড়ে যাচ্ছিল সেই কঠিন দিনগুলোর কথা। এই তো সেদিনের কথা।


ধুমধাম করে কলকাতা ফুটবলে আত্মপ্রকাশ। প্রথম বছরেই কলকাতা ফুটবলে প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে প্রবেশ। অথচ জার্নিটা তো সহজ ছিল না। শুরুর দিকে হার, কয়েকটা ম্যাচে ড্র, এগিয়ে গিয়েও গোল খেয়ে যাওয়া। সময়টা ভাল যাচ্ছিল না। আর ঠিক এই জায়গা থেকেই ঘুরে দাঁড়ানো। লড়াই করে সুপার সিক্সে জায়গা করে নেওয়া। তারপর শুধু জয় আর জয়। সুপার সিক্সের পাঁচ ম্যাচে চার জয়। একটি ড্র। অপ্রতিরোধ্য ছিল ইউকেএসসি।


তাই তো ম্যাচ শেষে কোচ দীপক মণ্ডল বলে গেলেন সেই লড়াইয়ের কথা। ‘‌একসময় বেশ কঠিন চ্যালেঞ্জ ছিল। ঠিক সেই জায়গা থেকেই ঘুরে দাঁড়ানো।’‌ আর এই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ফুটবলার ও টিম ম্যানেজমেন্টকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কোচ। বলেছেন, ‘‌এরকম ম্যানেজমেন্ট পাওয়া ভাগ্যের ব্যাপার। সব সময় ফুটবলারদের পাশে থাকা। সুবিধা অসুবিধা বুঝে নেওয়া। এরকম একটা ম্যানেজমেন্ট পাশে থাকলে যে কোনও দল ঘুরে দাঁড়াবেই।’‌


মাঠে এদিন কলেজ পড়ুয়া থেকে অতি উৎসাহী সমর্থকদের ভিড়। একটা করে আক্রমণ হয়েছে, আর গ্যালারিতে শব্দব্রক্ষ্ম ‘‌ইউকেএসসি ইউকেএসসি’‌। প্রথম ডিভিশনের চ্যাম্পিয়নশিপ ম্যাচে এরকম ভিড় কবে হয়েছে তা জানতে হয়ত পরিসংখ্যানবিদের সাহায্য নিতে হবে। 


গ্যালারিতে টিম ম্যানেজমেন্টের সদস্যদের উপস্থিতি। দলকে ক্রমাগত উৎসাহ দেওয়া। জয়ের পর মাঠেই সেলিব্রেশন। কিন্তু ভুলছেন না সামনে আরও কঠিন লড়াই। সেটাই শোনা গেল কোচের গলায়, ‘‌আগামী বছর আরও কঠিন লড়াই। লড়তে হবে বড় দলের বিরুদ্ধে। কিন্তু এই ছেলেদের উপর বিশ্বাস রাখা যায়। ওরা পেরেছে। আগামীতেও পারবে।’‌


একটা কথা ফুটবলে প্রায়শই বলা হয়। যে কোনও লম্বা লিগে চ্যাম্পিয়ন হতে গেলে ধীরে ধীরে পিক করতে হয়। ঠিক সেটাই করেছে ইউকেএসসি। শুরুতে একটু আটকে গেলেও কঠোর অনুশীলন, অনুশাসনের মাধ্যমে এই দলটা যখন পিক করল তখন আর আটকানো যায়নি। তাই তো আধিকারিকরা খুশিতে ডগমগ। পাশাপাশি আত্মপ্রত্যয়ের সঙ্গে বলে দিচ্ছেন, ‘‌আরও বড় হতে হবে।’‌ 


নিষ্ঠা, পরিশ্রম যাদের মজ্জায় মজ্জায়। জীবনে তারাই হয় সফল। আবির্ভাবেই প্রিমিয়ারে পৌঁছে সেটাই দেখিয়ে দিল ইউকেএসসি। 


একটা দৃশ্য খুব ভাল লাগল। মাঠ থেকে ফুটবলাররা যখন বেরিয়ে যাচ্ছেন। পেছন পেছন ছুটছিল মত্ত জনতা। যেন চিরকালীন স্বপ্নের সুলুক সন্ধানে। সেই স্বপ্নই তো কলকাতা ফুটবলে এনে দিল ইউকেএসসি। 



#Aajkaalonline#uksc#beatsreebhumi



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ম্যাকলারেনের জোড়ায় লিগ শিল্ডের আরও কাছে, প্রথম দল হিসেবে প্লে অফে মোহনবাগান...

টি-টোয়েন্টি সিরিজে হারের পরে নতুন চ্যালেঞ্জের সামনে ইংল্যান্ড, ১৫ মাস পরে ফিরছেন রুট ...

কঠিন ডেলিভারি অনেক খেলেছেন, কিন্তু এমন তেতো প্রশ্ন কি গিলেছেন রোহিত? হিটম্যান নিজেই অবাক ...

শ্রীলঙ্কা সিরিজের মাঝপথেই দেশে ফিরলেন কনস্টাস, কিন্তু কেন? ...

হিজাজির পরিবর্তে ইস্টবেঙ্গলে ক্যামেরুনের মেসি, চেন্নাইয়িন ম্যাচে পাওয়া যাবে না নতুন বিদেশিকে ...

সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে রিঙ্কু সিংয়ের বোন, ফলোয়ারের সংখ্যা শুনলে চমকে যাবেন...

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আনফিট বুমরাকে খেলানো নিয়ে আগাম সতর্কবাণী শাস্ত্রীর...

বিশ্বক্রিকেটকে শাসন করছে ভারত, বিরাট সার্টিফিকেট প্রাক্তন তারকার...

ভারতের বিরুদ্ধে প্রথম দুই একদিনের ম্যাচে অনিশ্চিত ইংল্যান্ডের উঠতি তারকা...

এ কী কাণ্ড! ভারতীয় দলের অতি গুরুত্বপূর্ণ সদস্যকে হোটেলে ঢুকতে বাধা পুলিশের, দেখুন ভাইরাল সেই ভিডিও ...

পিসিবির চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে সন্তুষ্ট আইসিসি, ত্রিদেশীয় সিরিজের পর হস্তান্তর করা হবে স্টেডিয়াম...

সূর্য ও সঞ্জু বারবার ব্যর্থ, সাফল্যের দাওয়াই দিলেন অশ্বিন...

বুমরা দুঃস্বপ্ন এখনও যায়নি মার্শের, কেন? অজি তারকা যা বললেন... ...

২৪ ঘণ্টারও কম সময়ে দু’‌দেশের মাঠে খেলতে নেমে পড়লেন কেকেআর অলরাউন্ডার, কীভাবে সম্ভব হল?‌...

পক্ষপাতিত্ব ও দুর্নীতির পুরনো দিনে ফিরছে আইসিসি, কনকাশন সাব নিয়ে বিস্ফোরক ম্যাচ রেফারি...



সোশ্যাল মিডিয়া



11 24